পরিবেশ ও বিজ্ঞান
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
ক) প্রতিটি প্রশ্নের উত্তর দাও। ( প্রতিটি প্রশ্নের মান ১)
উত্তরঃ
(i) কাক-কে 'ঝাড়ুদার পাখি' বলে কেন?
উত্তরঃ কাক নোংরা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে, তাই কাককে ঝাড়ুদার পাখি বলে।
(ii) একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও।
উত্তরঃঅভিপ্রেত ঘটনা - বৃষ্টি হওয়া। অনভিপ্রেত ঘটনা - বন্যা হওয়া।
(iii) কেলাসন পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ দ্রবণ থেকে কঠিন পদার্থকে পৃথক করার পদ্ধতিকে কেলাসন বলে।
(iv) দহনে সহায়ক বায়ু উপাদানের নাম কী?
উত্তরঃ অক্সিজেন।
(v) হলুদ লাগানো কাগজকে চুনজলে ডোবালে কী ঘটবে?
উত্তরঃ কাগজের হলুদ রঙ লাল হয়ে যাবে।
(vi) চিনির মধ্যে কোন্ কোন্ মৌলের পরমাণু থাকে?
উত্তরঃ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।
(vii) যক্ষ্মা রোগের জীবাণু মানবদেহে কোথায় বাস করে?
উত্তরঃ ফুসফুসে।
(i) যক্ষ্মার জীবাণু বাসা বাঁধে -
উত্তরঃ (b) ফুসফুসে।
(ii) পাউরুটির গায়ে ফুটো থাকে, কারণ পাউরুটি তৈরির সময় নির্গত হয় -
উত্তরঃ (c) কার্বন ডাইঅক্সাইড।
(iii) পোড়া চুনের কলিচুনে পরিবর্তন একটি -
উত্তরঃ (b) রাসায়নিক পরিবর্তন।
(iv) প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়?
উত্তরঃ (a) হঠাৎ বন্যা হওয়া
(v) খাবার হজম হওয়া—
উত্তরঃ (a) রাসায়নিক পরিবর্তন
(vi) আর্জেনটাম হল—
উত্তরঃ (c) সিলভার
(vii) ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়—
উত্তরঃ (b) কুইনাইন
(viii) ব্রোমিন হল—
উত্তরঃ (d) তরল অধাতু
(ix) H₂O হল—
উত্তরঃ (c) জল
(x) অক্সিজেন গ্যাস—
উত্তরঃ (b) জ্বলতে সাহায্য করে
(i) একটি পরজীবী প্রাণী।
উত্তরঃউকুন।
(ii) জলে মেশানো হয় জীবাণু মারার জন্য।
উত্তরঃ ব্লিচিং পাউডার
(iii) পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকেই ওই মৌলের বলে।
উত্তরঃ অণু
(iv) রজন পাওয়া যায় গাছ থেকে।
উত্তরঃ শাল
(i) অভিপ্রেত ঘটনা কাকে বলে?
উত্তরঃ
(ii) DAP-এর সম্পূর্ণ নাম কী?
উত্তরঃ ডাই-অ্যামোনিয়াম ফসফেট
(iii) দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে?
উত্তরঃ ল্যাকটোব্যাসিলাস
(iv) প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায়?
উত্তরঃ 118
(v) দ্রাব কাকে বলে?
উত্তরঃ যা দ্রবীভূত করে
(vi) সবচেয়ে হালকা ধাতু কোনটি?
উত্তরঃ লিথিয়াম
(i) ল্যাকটোব্যাসিলাস হল এক ধরনের—
উত্তরঃ (c) ব্যাকটেরিয়া
(ii) চাল ফুটে ভাত হওয়া—
উত্তরঃ (a) একমুখী ঘটনা
(iii) ম্যালাথিয়ন একটি—
উত্তরঃ (b) কীটনাশক
(iv) পিঁপড়ের মিথোজীবী প্রাণী হল—
উত্তরঃ (c) জাব পোকা
(v) কোনটি ভৌত পরিবর্তন?
উত্তরঃ (d) বরফ গলে যাওয়া
(vi) বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা যায়—
উত্তরঃ (c) চুম্বকের সাহায্যে
(vii) বাতাস হল—
উত্তরঃ (c) মিশ্র পদার্থ
(viii) তরল ধাতু হল—
উত্তরঃ (b) পারদ
(ix) মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে—
উত্তরঃ (a) ভিটামিন A
(x) সোডিয়ামের চিহ্ন হল—
উত্তরঃ (b) Na
(i) এরিথ্রোমাইসিন নামক ওষুধ তৈরি হয় ________ থেকে।
উত্তরঃ ব্যাকটেরিয়া
(ii) হিরে অধাতু হলেও তাপের।
উত্তরঃ সুপরিবাহী
(i) জল -
উত্তরঃ (c) H₂O
(ii) মিথেন -
উত্তরঃ (d) CH₄
(iii) অ্যামোনিয়া -
উত্তরঃ (b) NH₃
(iv) কুইনাইন -
উত্তরঃ (a) ম্যালেরিয়ার ওষুধ
(i) কাঠ পালিশ করার রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
উত্তরঃ শাল গাছ
(ii) বেমানান শব্দটি খুঁজে বের করো: মধু, উল, কাগজ, রেশম।
উত্তরঃ কাগজ
(iii) সত্য বা মিথ্যা লেখো: ভূমিকম্প হল একটি অভিপ্রেত ঘটনা।
উত্তরঃ মিথ্যা
(i) প্রদত্ত যে পতঙ্গটিতে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয়, তা হল-
উত্তরঃ (d) রেশম মথ।
(ii) ইস্ট হল একপ্রকার
উত্তরঃ (b) ছত্রাক।
(iii) কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
উত্তরঃ (c) প্ল্যাটিনাম তারকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হওয়া।
(iv) ইউরিয়া সার মাটিতে কীসের অভাব পূরণ করে?
উত্তরঃ (c) নাইট্রোজেন।
(v) নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে, তাকে বলে-
উত্তরঃ (a) পর্যাবৃত্ত ঘটনা।
(vi) ব্যাং বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয় এটি কোন্ ঘটনার উদাহরণ?-
উত্তরঃ (a) প্রাকৃতিক ঘটনা।
(vii) প্রদত্ত কোন্ সম্পর্কটি মিথোজীবী সম্পর্ক?
উত্তরঃ (b) পিঁপড়ে জাব পোকা।
(viii) দুধ হল-
উত্তরঃ (a) মিশ্র পদার্থ।
(ix) HCl-এর সঙ্গে মারবেল পাথরের গুঁড়োর বিক্রিয়ায় তৈরি হয়
উত্তরঃ (a) CO₂।
(x) একটি বর্ণহীন গ্যাস, যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যেও সাহায্য করে না, সেটি হল-
উত্তরঃ (d) নাইট্রোজেন।
(i) দূষণ প্রতিরোধকারী প্রাণী হল ___________।
উত্তরঃ কেঁচো।
(ii) ব্যাঙাচি থেকে ব্যাং হওয়া যে ধরনের ঘটনা, সেটি হল ___________।
উত্তরঃ প্রাকৃতিক ঘটনা।
(iii) গাছেরা খাবার তৈরির সময় ___________ গ্যাস বাতাস থেকে গ্রহণ করে।
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
(iv) ম্যাগনেশিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয়, তার নাম ___________।
উত্তরঃ ম্যাগনেসিয়াম অক্সাইড।
(i) পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায় এটি রাসায়নিক পরিবর্তন।
উত্তরঃ সত্য।
(ii) মোমবাতি গলে যাওয়া হল রাসায়নিক পরিবর্তন এবং মোমবাতি পুড়ে যাওয়া হল ভৌত পরিবর্তন।
উত্তরঃ মিথ্যা।
(iii) পরাগমিলনের সময় গাছেরা বিভিন্ন প্রাণীর ওপর নির্ভর করে।
উত্তরঃ সত্য।
(i) স্বর্ণলতা -
উত্তরঃ (c) পরজীবী
(ii) যক্ষ্মার জীবাণু -
উত্তরঃ (a) ফুসফুস, হাড়
(iii) রেশম মথ -
উত্তরঃ (b) সিল্ক
(i) ভূমিকম্পপ্রবণ অঞ্চলে মানুষ কী দিয়ে বাড়ি তৈরি করে?
উত্তরঃ হালকা ও নমনীয় উপকরণ (যেমন কাঠ, বাঁশ)।
(ii) আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তরঃ অন্ত্রে।
(iii) কড মাছের যকৃতের তেলে কোন্ ভিটামিন পাওয়া যায়?
উত্তরঃ ভিটামিন ডি।
(iv) অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও।
উত্তরঃ বন্যা, খরা, দুর্ঘটনা।
(v) একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো।
উত্তরঃ হীরা।
(vi) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো।
উত্তরঃ ধাতু সাধারণত কঠিন, উজ্জ্বল, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। অধাতু কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে, অনুজ্জ্বল এবং তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী।
(vii) একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়।
উত্তরঃ গ্রাফাইট।
(i) একটি রাসায়নিক সারের
নাম
লেখো।
উত্তরঃ ইউরিয়া।
(ii) সুতো কী
দিয়ে
তৈরি
হয়?
উত্তরঃ তন্তু দিয়ে।
(iii) পর্যাবৃত্ত ঘটনা
কাকে
বলে?
উত্তরঃ যে ঘটনা নির্দিষ্ট সময়
পরপর
পুনরাবর্তিত হয়।
(iv) 'ম্যাঙ্গানিজ' মৌলের
চিহ্ন
লেখো।
উত্তরঃ Mn।
(v) ঝাড়ুদার পাখি
কাকে
বলে?
উত্তরঃ কাক।
(vi) একটি তরল
ধাতুর
নাম
লেখো।
উত্তরঃ পারদ।
(vii) পালিশ করার
জন্য
যে
রজন
লাগে,
তা
কোন
গাছ
থেকে
পাওয়া
যায়?
উত্তরঃ শাল গাছ।
(viii) একটি হলুদ লাগানো
কাগজে
অল্প
পরিমাণ
চুনজল
দিলে
কাগজের
বর্ণের
কী
পরিবর্তন হবে?
উত্তরঃ লালচে বা বাদামী
হবে।
(ix) পরমাণু বলতে
কী
বোঝায়?
উত্তরঃ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা।
(x) 'চিহ্ন' আমরা
কেন
ব্যবহার করি?
উত্তরঃ মৌল বা যৌগকে
সংক্ষেপে প্রকাশ
করতে।
(xi) কেলাসন কাকে
বলে?
উত্তরঃ দ্রবণ থেকে কঠিন পদার্থকে স্ফটিক আকারে পৃথক করার প্রক্রিয়া।
(i) পটাশিয়ামের চিহ্ন
P।
উত্তরঃ মিথ্যা।
(ii) অ্যামোনিয়ার সংকেত
H₂N লেখা
হয়।
উত্তরঃ মিথ্যা।
(i) কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হল
উত্তরঃ (c) সিংকোনা।
(ii) ইউরিয়া একটি-
উত্তরঃ (a) রাসায়নিক সার।
(iii) কোনটি কীটনাশক?
উত্তরঃ (d) ম্যালাথিয়ন।
(iv) লোহায় মরচে পড়া কোন্ ধরনের পরিবর্তন?-
উত্তরঃ (a) রাসায়নিক পরিবর্তন।
(v) নীচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
উত্তরঃ (a) জল ফুটে বাষ্পে পরিণত হওয়া।
(vi) শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি-
উত্তরঃ (a) মন্থর ঘটনা।
(vii) চোরকাঁটা হল গাছের-
উত্তরঃ (b) ফল।
(viii) জল একটি-
উত্তরঃ (c) যৌগিক পদার্থ।
(ix) ফসফিনের সংকেত হল-
উত্তরঃ (a) PH₃.
(x) গ্রাফাইট ও হিরে উভয়েই অধাতু উভয়েই-
উত্তরঃ (b) শুধু তাপের সুপরিবাহী।
(xi) ক্যালশিয়ামের চিহ্ন
উত্তরঃ (a) Ca।
(xii) হানিডিউ কোন্ প্রাণীর উপাদেয় খাদ্য?
উত্তরঃ (d) পিঁপড়ের।
(i) আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন A।
উত্তরঃ
(ii) আর্সেনিক যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে ব্ল্যাকফুট রোগ হয়।
উত্তরঃ
(iii) পাথুরে চুন ক্যালসিয়াম ও অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি।
উত্তরঃ
(iv) অ্যামোনিয়ার সংকেত হল
উত্তরঃ NH₃।
(v) কোনো জিনিসে লোহার গুঁড়ো মিশে থাকলে ওই জিনিস থেকে লোহার গুঁড়ো আলাদা করতে চুম্বক ব্যবহার করা হয়।
উত্তরঃ
(vi) একটি তত্ত্ব উৎপাদনকারী উদ্ভিদ তুঁত।
উত্তরঃ
(vii) আমাশয়ের জীবাণু মানব শরীরের অন্ত্রে বাসা বাঁধে।
উত্তরঃ
(i) সিল্ক কোথা থেকে পাওয়া যায়?
উত্তরঃ রেশম মথ থেকে।
(ii) দুধ থেকে দই উৎপন্ন করে কোন অণুজীব?
উত্তরঃ ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া।
(iii) সবজি টুকরো টুকরো করে কেটে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন?
উত্তরঃ টুকরো সবজির ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে তাপ দ্রুত প্রবেশ করে।
(iv) চাল থেকে ভাত তৈরি করা এটি কোন ধরনের পরিবর্তন?
উত্তরঃ রাসায়নিক পরিবর্তন।
(v) উপযুক্ত উপায়ে জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করার ফলে কোন্ কোন্ গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়?
উত্তরঃ হাইড্রোজেন ও অক্সিজেন।
(1) কুইনাইন থেকে
পাওয়া
যায়
উত্তরঃ (a) ম্যালেরিয়ার ওষুধ।
(ii) একটি অপর্যাবৃত্ত ঘটনা
হল
উত্তরঃ (c) ভূমিকম্প।
(iii) প্রদত্ত কোটি ভৌত পরিবর্তন?
উত্তরঃ (d) মোমের গলন।
(iv) স্ট্রেপটোমাইসেস
হল
এক
ধরনের
উত্তরঃ (a) ব্যাকটেরিয়া।
(v) প্রদত্ত কোন ঘটনাটি একমুখী?
উত্তরঃ (c) খাবার খেয়ে হজম
হয়ে
যাওয়া।
(vi) কোল্টি অধাতু কিন্তু
তড়িতের
সুপরিবাহী?
উত্তরঃ (c) গ্রাফাইট।
(vii) তরলে গ্যাসের দ্রবণের উদাহরণ
হল-
উত্তরঃ (b) সোডা ওয়াটার।
(viii) উকুন হল-
উত্তরঃ (b) পরজীবী।
(ix) একটি নিষ্ক্রিয় গ্যাস
হল-
উত্তরঃ (b) হিলিয়াম।
(x) তামার চিহ্ন হল-
উত্তরঃ (d) Cu
(i) দই প্রস্তুতির জন্য
দায়ী
ব্যাকটেরিয়ার নাম
হল
ল্যাক্টোব্যাসিলাস।
উত্তরঃ
(ii) লোহায় মরচে
ধরা
একটি
রাসায়নিক পরিবর্তন।
উত্তরঃ
(iii) গাছের খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে।
উত্তরঃ
(i) জোয়ারভাটা একটি
অপর্যাবৃত্ত ঘটনা।
উত্তরঃ মিথ্যা।
(ii) কড মাছের যকৃতের
তেলে
প্রচুর
পরিমাণে ভিটামিন C থাকে।
উত্তরঃ মিথ্যা।
(iii) সিল্ক পাওয়া যায়
রেশম
মথ
থেকে।
উত্তরঃ সত্য।
(i) ফটোগ্রাফিক প্লেটে
আলো
পড়ল
এটি
কী
ধরনের
পরিবর্তন?
উত্তরঃ রাসায়নিক পরিবর্তন।
(ii) একটি রাসায়নিক কীটনাশক-এর
নাম
লেখো।
উত্তরঃ ম্যালাথিয়ন।
(iii) অক্সিজেনের ধর্ম লেখো।
উত্তরঃ দহনে সাহায্য করে।
(iv) সংকেত লেখো: অ্যামোনিয়া অথবা
মিথেন।
উত্তরঃ অ্যামোনিয়া (NH₃), মিথেন (CH₄)।
(vi) লবণ জলের মধ্যে
কোন্টি
দ্রাব
ও
কোন্টি
দ্রাবক?
উত্তরঃ দ্রাব - লবণ, দ্রাবক
- জল।
(vii) একটি সংকর ধাতুর
উদাহরণ
দাও।
উত্তরঃ পিতল।
(viii) একটি তরল ধাতুর
নাম
লেখো।
উত্তরঃ পারদ।
(i) কোন্ অধাতুটি তাপ
ও
তড়িতের
সুপরিবাহী?
উত্তরঃ গ্রাফাইট।
(ii) জলে অদ্রাব্য কঠিন
পদার্থের ক্ষুদ্র কণাগুলিকে পৃথক
করতে
ছাঁকনির বৈশিষ্ট্য কীরকম
হওয়া
উচিত?
উত্তরঃ সূক্ষ্ম ছিদ্রযুক্ত।
(iii) হাইড্রোজেনের সাহায্যে কীভাবে যোজ্যতা নির্ণয়
করা
হয়?
উত্তরঃ হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুর সংখ্যা
দ্বারা।
(iv) কোন গাছ থেকে
ম্যালেরিয়া রোগের
ওষুধ
পাওয়া
যায়?
উত্তরঃ সিঙ্কোনা গাছ।
(v) কোন্ প্রাণী গাছের
পাতা
মুড়ে
বাসা
তৈরি
করে?
উত্তরঃ টুনটুনি পাখি।
(vi) আমাশয়-এর জীবাণু
আমাদের
শরীরের
কোন্
অঙ্গকে
আক্রমণ
করে?
উত্তরঃ অন্ত্র।
(vii) আমাদের শরীরে ভিটামিন D-এর
কাজ
কী?
উত্তরঃ হাড় ও দাঁতের
গঠনে
সাহায্য করে।
(viii) যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা
যার
মধ্যে
ওই
পদার্থের সকল
গুণগুলি বর্তমান তাকে
কী
বলা
হয়?
উত্তরঃ অণু।
(ix) ম্যালাথিয়ন কী কাজে ব্যবহার করা
হয়?
উত্তরঃ কীটনাশক হিসেবে।
(x) স্বর্ণলতাকে পরজীবী বলা হয়
কেন?
উত্তরঃ এটি অন্য গাছের
উপর
নির্ভর
করে
খাদ্য
সংগ্রহ
করে।
(xi) হানিডিউ কী?
উত্তরঃ জাব পোকার মিষ্টি
রস।
(xii) দইয়ের সাজা কী?
উত্তরঃ দইয়ের বীজ।
(i) ইস্ট কীভাবে
আমাদের
উপকার
করে?
উত্তরঃ পাউরুটি তৈরিতে সাহায্য করে,
ভিটামিন B এর
উৎস।
(ii) সাগরকুসুম কীভাবে ক্লাউন মাছকে
সাহায্য করে?
উত্তরঃ ক্লাউন মাছকে আশ্রয়
দিয়ে
রক্ষা
করে।
(iii) হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের
পার্থক্য লেখো।
উত্তরঃ হাইড্রোজেন দাহ্য, অক্সিজেন দহনে
সাহায্য করে।
(iv) ভৌত পরিবর্তনকে উভমুখী
কিন্তু
রাসায়নিক পরিবর্তনকে একমুখী
বলার
কারণ
উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তরঃ ভৌত পরিবর্তনে পদার্থের অবস্থা
পরিবর্তন হয়,
যা
বিপরীত
দিকেও
হতে
পারে
(যেমন:
জল
থেকে
বরফ,
বরফ
থেকে
জল)। রাসায়নিক পরিবর্তনে নতুন
পদার্থ
তৈরি
হয়,
যা
বিপরীত
দিকে
হয়
না
(যেমন:
কাঠ
পোড়ালে
ছাই)।
(v) মরচে কী? মরচে
নিবারণের উপায়গুলি লেখো।
উত্তরঃ লোহায় অক্সিজেনের সাথে বিক্রিয়ায় তৈরি আয়রন অক্সাইড। নিবারণের উপায়: রং করা, তেল দেওয়া।
(i) যে-কোনো
চওড়া,
গোল
পাতাওয়ালা গাছে
বাসা
বাঁধে
উত্তরঃ (c) শালিক।
(ii) ম্যাগনেশিয়ামের
চিহ্ন
হল
উত্তরঃ (b) Mg।
(iii) দুধ হল-
উত্তরঃ (a) মিশ্র পদার্থ।
(iv) কার্বন ডাইঅক্সাইডের সংকেত
হল
উত্তরঃ (b) CO₂।
(v) দ্রবণ হল একটি-
উত্তরঃ (c) মিশ্র পদার্থ।
(vi) পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক ও
যকৃতে
বাসা
বাঁধে
যে
পরজীবী,
তার
নাম
হল-
উত্তরঃ (d) আমাশয়ের জীবাণু।
(vii) কোনটি অধাতু কিন্তু
তাপের
সুপরিবাহী?
উত্তরঃ (c) গ্রাফাইট।
(viii) প্রদত্ত কোনটি রাসায়নিক পরিবর্তন?-
উত্তরঃ (a) জলের তড়িদ্বিশ্লেষণ।
(ix) ভূমিকম্প একটি-
উত্তরঃ (b) অনভিপ্রেত ঘটনা।
(x) স্ট্রেপটোমাইসেস
হল
এক
ধরনের
উত্তরঃ (a) ব্যাকটেরিয়া।
(xi) একটি রাসায়নিক সার
হল-
উত্তরঃ (c) ইউরিয়া।
(i) কাক -কে
'ঝাড়ুদার পাখি'
বলা
হয়।
উত্তরঃ
(ii) সিল্ক পাওয়া
যায়
রেশম
মথ
থেকে।
উত্তরঃ
(iii) কার্বন ডাই
অক্সাইড গ্যাস
স্বচ্ছ
চুনজলকে ঘোলা
করে।
উত্তরঃ
(iv) লোহা থেকে
চুম্বক
তৈরি
ভৌত
পরিবর্তনের উদাহরণ।
উত্তরঃ
(v) একটি নির্দিষ্ট সময়
পরে
পরে
যে
ঘটনা
পুনরায়
ঘটে,
তাকে
বলা
হয়
পর্যাবৃত্ত ঘটনা।
উত্তরঃ
(vi) ইস্ট হল একধরনের এককোশী ছত্রাক।
উত্তরঃ
(i) মৌলের ক্ষুদ্রতম কণা
যার
মধ্যে
ওই
মৌলের
রাসায়নিক গুণ
বর্তমান সেই
ক্ষুদ্রতম কণার
নাম
লেখো।
উত্তরঃ পরমাণু।
(ii) কোন ব্যাকটেরিয়া দুধ
থেকে
দই
তৈরি
করতে
সাহায্য করে?
উত্তরঃ ল্যাক্টোব্যাসিলাস।
(iii) একটি তরল ধাতুর
নাম
লেখো।
উত্তরঃ পারদ।
(iv) ম্যালেরিয়ার ওষুধ কোথা থেকে
পাওয়া
যায়?
উত্তরঃ সিঙ্কোনা গাছের ছাল থেকে।
(v) H₂S-এর মধ্যে ১-এর যোজ্যতা কত?
উত্তরঃ ২।
(vi) মেটে প্রকৃতপক্ষে কী?
উত্তরঃ মাটি ও জৈব
পদার্থের মিশ্রণ।
(vii) একটি করে উদ্ভিজ্জ ও
প্রাণীজ তন্তুর
নাম
লেখো।
উত্তরঃ উদ্ভিজ্জ তন্তু - তুলা, প্রাণীজ তন্তু
- রেশম।
(vii) মনুষ্যসৃষ্ট এবং অভিপ্রেত এমন
একটি
ঘটনার
উদাহরণ
দাও।
উত্তরঃ ফসল চাষ।
(ix) কোন্ ভিটামিনের অভাবে
চোখের
রোগ
হয়?
উত্তরঃ ভিটামিন A।
(x) ফসফিন অণুর সংকেত
লেখো।
উত্তরঃ PH₃।
(i) কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ, সেটি হল
উত্তরঃ (c) সিংকোনা।
(ii) গাছেরা খাবার তৈরির সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে?
উত্তরঃ (a) অক্সিজেন।
(iii) একটি রাসায়নিক সারের নাম হল
উত্তরঃ (a) ইউরিয়া।
(iv) শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি
উত্তরঃ (a) মন্থর।
(v) কোনটি পর্যায়বৃত্ত ঘটনা নয়?
উত্তরঃ (a) ভূমিকম্প।
(vi) ম্যাগনেশিয়ামকে আগুনে পোড়ালে ম্যাগনেশিয়াম ও বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে
উত্তরঃ (b) ম্যাগনেশিয়াম অক্সাইড।
(vii) এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায়
উত্তরঃ (c) ব্যাকটেরিয়া থেকে।
(viii) আর্জেনটাম হল
উত্তরঃ (b) সিলভার।
(ix) অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থের উদাহরণ হল
উত্তরঃ (d) গ্রাফাইট।
(i) বেরিলিয়ামের চিহ্ন
উত্তরঃ Be
(ii) মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা
\উত্তরঃ ৪।
(iii) সুতোর চেয়েও সরু সরু অংশগুলিই হল
উত্তরঃ তন্তু।
(i) নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস।
উত্তরঃ সত্য।
(ii) ফসফিনের সংকেত PH।
উত্তরঃ মিথ্যা।
(iii) ইউরিয়া একটি রাসায়নিক কীটনাশক।
উত্তরঃ মিথ্যা।
(i) দই-এর মধ্যে থাকা অণুজীবটির নাম কী?
উত্তরঃ ল্যাক্টোব্যাসিলাস।
(ii) দুধ থেকে ছানা কী ধরনের পরিবর্তন?
উত্তরঃ রাসায়নিক পরিবর্তন।
(iii) মিথেনের সংকেত লেখো।
উত্তরঃ CH₄।
(i) সাগরকুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথোজীবিতা সম্পর্কে আলোচনা করো।