ভূগোল
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
ক) প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও। (প্রত্যেকটি প্রশ্নের মান ১ নং )
১) নীহারিকা কাকে বলে?
উত্তর- মহাকাশে গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘকে নীহারিকা বলে।
২) নক্ষত্রমণ্ডল কাকে বলে?
উত্তর- রাতের আকাশে তারাদের বিভিন্ন কাল্পনিক আকৃতিকে দেখা যায় , তাকে নক্ষত্রমণ্ডল বলে। যেমন- ইংরেজি M অক্ষরের মতো দেখতে ক্যাসিওপিয়া।
৩) মানমন্দির কী?
উত্তর- মহাকাশ পর্যবেক্ষণের জন্য নির্মিত স্থানকে মানমন্দির বলে। যেমন - গ্রিনিচের মানমন্দির।
৪) সৌরঝড় বলতে কী বোঝো?
উত্তর- সূর্যের পৃষ্ঠ থেকে নির্গত শক্তিশালী কণা ও চৌম্বক ক্ষেত্রকে সৌরঝড় বলে। প্রতি ১১ বছর পর পর সৌরঝড় প্রবল হয়।
৫) আর্বতন বেগ বলতে কী বোঝো?
উত্তর- কোনো বস্তু তার অক্ষের চারদিকে ঘোরার গতিকে আর্বতন বেগ বলে।
৬) উপগ্রহ বলতে কী বোঝো?
উত্তর- গ্রহের চারপাশে ঘূর্ণায়মান গ্রহের মতো বৈশিষ্ট্যযুক্ত ক্ষুদ্র গ্রহকে উপগ্রহ বলে।
৭) চন্দ্রকলা বলতে কী বোঝো?
উত্তর- চাঁদের আলোকিত অংশের পরিবর্তনকে চন্দ্রকলা বলে।
৮) অভিকর্ষ বল বলতে কী বোঝো?
উত্তর- দুটি বস্তুর মধ্যে আকর্ষণকারী বলকে অভিকর্ষ বল বলে।
৯) সূর্য একটি কেমন নক্ষত্র?
উত্তর- সূর্য একটি মাঝারি আকারের হলুদ নক্ষত্র।
১০) চাঁদে যখন রাত চলে, তখন তাপমাত্রা কত হয়ে যায়?
উত্তর- চাঁদে রাতের তাপমাত্রা -১৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
১১) ম্যাগেলন কে ছিলেন?
উত্তর- ফার্দিনান্দ ম্যাগেলান ছিলেন একজন পর্তুগিজ নাবিক যিনি প্রথম সমুদ্রপথে বিশ্বভ্রমণ করেছিলেন।
১২) 'জিয়ড' এর ধারণাটি দাও।
উত্তর- পৃথিবীর প্রকৃত আকৃতিকে জিওড বলে।
১৩) নিরক্ষীয় তল কাকে কী বলে ?
উত্তর- পৃথিবীর কেন্দ্র দিয়ে কল্পিত তলকে নিরক্ষীয় তল বলে।
১৪) পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত কোণ করে থাকে?
উত্তর- পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ৬৬.৫ ডিগ্রি কোণ করে থাকে।
১৫) দ্রাঘিমারেখা কাকে বলে?
উত্তর- উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখাকে দ্রাঘিমারেখা বলে।
১৬) নিরক্ষরেখাকে কেন মহাবৃত্ত বলা হয় ?
উত্তর- নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে এবং এটি পৃথিবীর বৃহত্তম বৃত্ত।
১৭) কোথায় পৃথিবীর আবর্তন কেন সর্বোচ্চ?
উত্তর- নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সর্বোচ্চ।
১৮) ছায়াবৃত্ত বলতে কী বোঝো?
উত্তর- পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
১৯) আন্তর্জাতিক তারিখ বলতে কী বোঝো?
উত্তর- ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে।
২০) কোনো দেশের প্রমাণ সময় কাপতে কী বোঝো?
উত্তর- কোনো দেশের মধ্য দ্রাঘিমার সময়কে প্রমাণ সময় বলে।
২১) a.m কথাটির পুরোনাম কী?
উত্তর- a.m কথাটির পূর্ণরূপ হল Ante Meridian (মধ্যাহ্নের আগে)।
২২) দ্রাঘিমারেখাকে Meridian বলা হয় কেন?
উত্তর- Meridian কথাটির ইংরেজি Midday, অর্থাৎ মধ্যাহ্ন। যেকোনো স্থানের দ্রাঘিমা রেখার উপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেয়, তখন সেই স্থানে দুপুর ১২ টা বাজে। তাই দ্রাঘিমা রেখাকে Meridian বলে।
২৩) ভারতকে উত্তর-দক্ষিণ-এ ভাগ করেছে কোন রেখা?
উত্তর- কর্কটক্রান্তি রেখা ভারতকে উত্তর-দক্ষিণে ভাগ করেছে।
২৪) ভারতকে কেন উপদ্বীপ বলা হয় ?
উত্তর- ভারতের তিন দিকে জল থাকায় একে উপদ্বীপ বলা হয়।
২৫) ভারতকে পূর্ব-পশ্চিমে ভাগ করেছে কোন রেখা?
উত্তর- ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে ৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা বিস্তৃত।
২৬) ভারতের প্রমান দ্রাঘিমা কত?
উত্তর- ভারতের প্রমাণ দ্রাঘিমা হল ৮২.৫ ডিগ্রি পূর্ব।
২৭) ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি?
উত্তর- ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম স্থলবিন্দু।
২৮) ১৯৫৬ সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিতি কী ছিল ?
উত্তর- ১৯৫৬ সালে ভাষা ছিল রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি।
২৯) আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর- রাজস্থান হল আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য।
৩০) ভারতের দুটি বিশ্ব-সাংস্কৃতিক ঐতিহ্য-স্থানের নাম লেখো।
উত্তর- তাজমহল ও অজন্তা গুহা হল ভারতের দুটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থান।
৩১) ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয়টি
ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয় ?
উত্তর- ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত ৫টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়।
৩২) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উত্তর- সিয়াচেন হিমবাহ হল ভারতের দীর্ঘতম হিমবাহ। এর দৈর্ঘ্য ৭৬ কিমি।
৩৩) পর্বতগ্রন্থি বলতে কী বোঝো?
উত্তর- পর্বতগ্রন্থি হল যেখানে বিভিন্ন পর্বতশ্রেণী মিলিত হয়। যেমন - পামীর গ্রন্থি, আর্মেনিয় গ্রন্থি।
৩৪) দুন ও তরাই বলতে কী বোঝো?
উত্তর- দুন হল হিমালয়ের পাদদেশে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা। বৃহত্তম দুন হল দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশে অবস্থিত অরণ্যাবৃত স্যাঁতসেঁতে অঞ্চলকে তরাই বলা হয়।
৩৫)ব্রহ্মপুত্র কোথায় উৎপত্তি লাভ করছে?
উত্তর- তিব্বতের কৈলাস পর্বতমালার চেমায়ুং দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি।
৩৬) পশ্চিমঘাট পর্বতের অন্য নাম কী?
উত্তর- সহ্যাদ্রি হল পশ্চিমঘাট পর্বতের অন্য নাম।
৩৭) ভারতের একমাত্র অন্তর্বাহীনী নদী কোনটি?
উত্তর- লুনি হল ভারতের একমাত্র অন্তর্বাহীনী নদী।
৩৮) 'কয়াল ' বলতে কী বোঝো?
উত্তর- কয়াল হল কেরালার উপকূলের হ্রদ ও জলাভূমি। যেমন - অষ্টমদী কয়াল, ভেম্বনাদ কয়াল। কয়াল ' Back Wash Water' নামে পরিচিত।
৩৯) প্রবাল দ্বীপ বলতে কী বোঝো?
উত্তর- প্রবাল দ্বীপ হল লক্ষ লক্ষ মৃত প্রবালের দেহাবশেষ দ্বারা গঠিত দ্বীপ।
৪০) 'দক্ষিণ ভারতের গঙ্গা' কাকে বলা হয়?
উত্তর- গোদাবরী নদীকে 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলা হয়। তারা এই নদীটিকে পবিত্র মনে করে।
খ) প্রতিটি প্রশ্নের উত্তর দাও। ( প্রতিটি প্রশ্নের মান ৩ বা ৫ নং)
১) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার চারটি করে পার্থক্য লেখো।
উত্তর-
অক্ষরেখা:
পৃথিবীর পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা।
নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে কৌণিক দূরত্ব নির্দেশ করে।
দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সর্বদা সমান।
অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্ত।
দ্রাঘিমা রেখা:
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখা।
মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কৌণিক দূরত্ব নির্দেশ করে।
দুটি দ্রাঘিমারেখার মধ্যে দূরত্ব মেরুর দিকে কমতে থাকে।
দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত।
২) উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো।
উত্তর-
উত্তরের পার্বত্য অঞ্চল ভারতের উত্তরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চল। এই অঞ্চলটি হিমালয় পর্বতমালা এবং এর শাখা-প্রশাখা নিয়ে গঠিত। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হল:
এই অঞ্চলটি বিশ্বের উচ্চতম পর্বতমালা হিমালয়ের আবাসস্থল।
এই অঞ্চলে অসংখ্য হিমবাহ, নদী এবং হ্রদ রয়েছে।
এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম।
এই অঞ্চলটি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।
এই অঞ্চলটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।
৩) ভারতের নদীগঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে যা জান লেখো।
উত্তর-
ভারতের নদীগঠিত সমভূমি অঞ্চল ভারতের উত্তরে অবস্থিত একটি বিশাল সমতল ভূমি। এই অঞ্চলটি গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী ও তাদের উপনদী দ্বারা গঠিত। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হল:
এই অঞ্চলটি অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য উপযুক্ত।
এই অঞ্চলে ঘনজনবসতি দেখা যায়।
এই অঞ্চলটি ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই অঞ্চলে অসংখ্য শহর ও গ্রাম গড়ে উঠেছে।
এই অঞ্চলটি বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের জন্য বিখ্যাত।
৪) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে যা জান লেখো।
উত্তর-
উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ভারতের দক্ষিণে অবস্থিত একটি মালভূমি অঞ্চল। এই অঞ্চলটি প্রাচীন গন্ডোয়ানা ভূখণ্ডের অংশ। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হল:
এই অঞ্চলটি বিভিন্ন পর্বতশ্রেণী, মালভূমি এবং নদী দ্বারা গঠিত।
এই অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়।
এই অঞ্চলের মাটি কৃষিকাজের জন্য মাঝারি ধরনের উপযুক্ত।
এই অঞ্চলে বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান রয়েছে।
এই অঞ্চলটি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।
এই অঞ্চলের ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে।
৫) ভারতের চারিদিকে কী কী আছে?
উত্তর-
ভারতের চারদিকে যা যা রয়েছে সেগুলো হলো নিম্নরূপ -
১) উত্তর: ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত। এই পর্বতমালা বিশ্বের অন্যতম উচ্চ পর্বতমালা এবং এটি ভারতকে প্রতিবেশী দেশগুলি থেকে রক্ষা করে।
২) পূর্ব: ভারতের পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত। বঙ্গোপসাগর ভারতের পূর্ব উপকূলকে স্পর্শ করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।
৩) পশ্চিম: ভারতের পশ্চিমে আরব সাগর অবস্থিত। আরব সাগর ভারতের পশ্চিম উপকূলকে স্পর্শ করে এবং এটিও একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।
৪) দক্ষিণ: ভারতের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। ভারত মহাসাগর ভারতের দক্ষিণ উপকূলকে স্পর্শ করে এবং এটি একটি বিশাল জলরাশি।
৬) পাঁচটি প্রধান অক্ষরেখা ও তাদের মান লেখো।
উত্তর-
পাঁচটি প্রধান অক্ষরেখা হল:
নিরক্ষরেখা (০ ডিগ্রি)
কর্কটক্রান্তি রেখা (২৩.৫ ডিগ্রি উত্তর)
মকরক্রান্তি রেখা (২৩.৫ ডিগ্রি দক্ষিণ)
সুমেরু বৃত্ত (৬৬.৫ ডিগ্রি উত্তর)
কুমেরু বৃত্ত (৬৬.৫ ডিগ্রি দক্ষিণ)
৭) উষা ও গোধুলি কাকে কী বোঝো?
উত্তর-
উষা: সূর্যোদয়ের আগে আকাশে সূর্যের আলোর হালকা আভা দেখা যায় । এই আংশিক আলোকিত অবস্থাকে উষা বলে।
গোধূলি: সূর্যাস্তের পর আকাশ সূর্যের আলোর হালকা আভা দেখা যায়। এই আংশিক আলোকিত অবস্থাকে গোধূলি বলে।
৮) ভারতের উপকুলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে যা জান লেখো।
উত্তর-
উপকূলীয় সমভূমি ভারতের পূর্ব, পশ্চিম প্রান্ত জুড়ে অবস্থিত। এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ -
i)ভৌগলিক অবস্থান: এই অঞ্চলের পূর্ব দিকে রয়েছে করমণ্ডল উপকূল ও উত্তর সরকার উপকূল। পশ্চিম দিকে রয়েছে কচ্ছ উপকূল, কোঙ্কন উপকূল এবং মালাবার উপকূল ।
ii) আবহাওয়া: এই অঞ্চলটি সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় সমভাবাপন্ন আবহাওয়া লক্ষ্য করা যায়।
iii) মাটি: এই অঞ্চলে উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা দেখা যায়।
iv) স্বাভাবিক উদ্ভিদ: গোদাবরী কৃষ্ণা কাবেরী ও কচ্ছ উপকুলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়।
৯) সৌর পরিবারের ছবি এঁকে দেখাও ।
উত্তর-
To get the PDF of Questions & Answers click here 👇